ছমিরা আক্তার আরো বলেন, ‘আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে আমার স্বামীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় আমরা মানববন্ধন, আন্দোলনসহ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। প্রয়োজনে সাইবার অপরাধ আইনে মামলা করবো।’
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নামে মিথ্যা মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন রাজনৈতিক ও বিশিষ্টজনেরা। তারা বলেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবার এখনও ব্যাংক হিসাব, সম্পত্তি হস্তান্তর ও মৃত্যু সনদের মতো মৌলিক বিষয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।
বিএনপির নেতাকর্মীদের নামে
বিএনপি সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর আওয়ামী লীগ বিভিন্নভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা মামলাও দিয়েছে। মির্জাগঞ্জের এক হিন্দু ছেলেকে অর্থের প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগ ২০১৩ সালে আমিসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করিয়েছে।
রিকশাচালক বাবাকে নির্যাতনের প্রতিবাদ করায়
আল আমিনের স্ত্রীকে একটি গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলেন। এতে রিকশাচালক সাইফুল না গেলে আল আমিন তার ভাই শামীম ও মেহেদী হাসানকে দিয়ে সাইফুলকে প্রকাশ্যে লাঞ্ছিত করেন। রিকশাচালক সাইফুলের ছেলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী সিফাত বিষয়টি জানতে পেরে তার সহপাঠি সাদেকুলকে নিয়ে মেহেদী হাসানের দোকানে যান